Monday, August 30, 2021

কবিতা || অরুণ দাস, Arun Das

 



Z - চেতনার কবিতা
.............................



আজ নীল জলের মায়াবী মেঘে লিখে রাখি স্নিগ্ধ স্বপ্ন ৷ পড়ন্ত শরীরের স্বপ্ন ছুঁয়ে যাওয়া পাখিদের৷
মোহময় গোধূলি মেখে থাকা তোর      দুচোখ ৷ নিভৃতে শুষে নিই শান্ত সূর্য ৷ সূর্যাস্ত মাখা লাল সমুদ্র ৷
এক চুমুকেই চিনে ফেলি দূর তারাদের   চিঠি ৷ নোনা ঢেউ-এর হাতছানি ৷ সরলরেখা ছুঁয়েছে যে সবুজ, সৈকত মেখে থাকা সন্ধ্যেতে ৷
....................

চূর্ণী , তোর মেঘরঙ চুলের ঢেউ-এ হারিয়ে যাই নিভৃতে ৷
.....আজ বৃষ্টি নামুক অক্ষরে অক্ষরে ৷

No comments:

Post a Comment

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া ।। চিত্রা ভট্টাচার্য্য, Chitra Bhattacharya

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া।  চিত্রা ভট্টাচার্য্য " পরম চেতনার পথে কবিতা ;'...