Friday, December 3, 2021

ইহিতা এরিন ।। Erin

ইহিতা এরিন



 ১. অবশিষ্ট-গণিত 


স্বচ্ছ বাতাসের দামে শুকনো কাচের জীবন বিক্রি হোক
ঘন্টাচুক্তিতে শোনার জন্য ডিগ্রিপ্রাপ্ত কাউকে নিয়োগ দেয়াও অশালীন 

পরস্পর ছুঁয়ে দেখা যাক কররেখা
থিকথিকে বাতাসে চাঁদের ম্যাদামারা ছায়া
কারাগারহীন উতল
ক্ষুধার্ত সকলকে অভ্যন্তরীন রাখার

পরাজিত সিংহের নোনাতিক্তহাসি
মৃগতৃষ্ণিকাময় রঙিন মরুভূমি 
কেবল ঘুমঘুম ভাবলেশহীন অনন্ত নৈঃশব্দ্যযোগ

২. একটি ফ্যাটালিটি সংক্রমিত কবিতা 

নোটারির কালি
উবে গেছে নামে-বেনামে
কোভিডকফিন। প্যানডেমিক ধারাপাত______
বেঁচে থাকা প্রশ্নহীন
আপাতদিক ধূসরখোঁজ
কোন কুক্ষন ~ সবই আপেক্ষিক
দিশাহীন কপর্দক-০ হাত
চলছি কেবল
শব্দহীন পা ~ তবু হাঁটছি  হাঁটছি  হাঁটছি
ঝুরঝুর ~ নিয়তির হাটখোলা
রঙ্গমহলের কররেখা
অনুজীবী তালতাল হাসি
একক আইসোলেশন ____

৩. ১টি পার্থিব; কয়েকটি অপার্থিব অভিমুখী 

০ের পাশে শব্দকে শুইয়ে দিলে 
নৈঃশব্দ দাঁড়িয়ে  
                 অন্ধকারের 
চিবুক ছুঁয়ে
সংখ্যার সাথে শব্দবন্ধ 
জড়ো করলে ওড়ে ~ পোশাকি তারিখ
জীবনের সাথে তারিখ 
সেলাই করলে 
                        আলবৎ
 সংখ্যা-মৃত্যু

আমরা জানি     (মৃত্যু) = (বিয়োগ)

মানুষ মূলত অমর; মৃত্যু তার জন্য ইস্যু নয়
করতলে বয়ে যায় মৃত্যুজ অগণন 

কেননা 
জীবিত মানুষের       মৃত্যু-অভিজ্ঞতা নেই

No comments:

Post a Comment

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া ।। চিত্রা ভট্টাচার্য্য, Chitra Bhattacharya

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া।  চিত্রা ভট্টাচার্য্য " পরম চেতনার পথে কবিতা ;'...