Friday, October 14, 2022

Z - প্রজন্মের কবিতা আন্দোলনের ইস্তেহার

 Z - প্রজন্মের কবিতা আন্দোলনের  ইস্তেহার



১. Z - প্রজন্মের কবিতা 'পরমচেতনার'-র কবিতা। 


২. শব্দ নয় , বর্ণ-ই ব্রহ্ম।


৩.  বর্ণের মধ্যেই থাকে বস্তু - প্রাণী - বিষয়ের অন্তর্নিহিত  বর্ণময় জগৎ, সূক্ষ্মাতিসূক্ষ্ম সত্তার অন্বেষণ, উপলব্ধি। 

বর্ণের মধ্যেই ব্রহ্মাণ্ড। 


৪. বস্তু বা দৃশ্যের বহুরূপ আমাদের মনেরই সৃষ্টি। 


৫. আমাদের অনুভূতি কোনও ইন্দ্রিয় বা কারণ সাপেক্ষ নয়।


৬. আমাদের অনুভূতি সম্পূর্ণ নিরপেক্ষ ও অনন্ত স্বরূপ। 


৭. বর্ণ - শব্দ - বাক্যের সুর-ধ্বনির ভিন্নতা, দৃষ্টিকোণের পরিবর্তন কবিতায় বহুরূপতার সূচক৷


৮. বর্জন নয়, মহাবিশ্বের বিভিন্ন উপাদান ও অনুভবের যোগ-ই কবিতায় নিত্য নতুন রূপের প্রকৃত সত্য৷


৯. মানব মননের বিভিন্ন অনুভবের সুষ্ঠু সংমিশ্রনে গড়ে ওঠে পরমচেতনার পথ৷ Z - কবিতা আন্দোলনের পথ। 


১০. ইন্দ্রিয়ের উপর কবির সুনিয়ন্ত্রণ বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ ঘটলে জ্ঞানের উপলব্ধিও যথার্থ হয়। Z - প্রজন্মের কবিতা আন্দোলন এই উপলব্ধির প্রকৃত রূপ। 


১১. বিভিন্ন ইন্দ্রিয়ের সক্রিয়তা বৃদ্ধি ও সুনিয়ন্ত্রণই কবিতার ভিন্ন ভিন্ন পথ ও দর্শন গড়ে তোলে। 


১২. এই কবিতা আন্দোলনে কবির ষষ্ঠ ইন্দ্রিয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে একই দৃশ্য বা বিষয়ের নানা রূপ কবির সামনে সহজে প্রকাশ পায়। 


১৩. ষষ্ঠ ইন্দ্রিয়ের তীক্ষ্ণতা কবিকে দেয় অতীন্দ্রিয় ও আনবিক অনুভূতিকে অনুভবের ক্ষমতা৷


১৪. পরমচেতনার মধ্য দিয়ে জড় জগৎ ও জীবনকে উপলব্ধি-ই তার যথার্থ রূপের অন্বেষণ।  Z - প্রজন্মের কবিতা আন্দোলনের পথ। 


-------------

বিস্তারিত


www.zedpoems.com  


www.zedpoems.net

No comments:

Post a Comment

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া ।। চিত্রা ভট্টাচার্য্য, Chitra Bhattacharya

"পরম চেতনার পথে কবিতা" ( লেখক অরুণ দাস ) বইটি সম্বন্ধে পাঠ প্রতিক্রিয়া।  চিত্রা ভট্টাচার্য্য " পরম চেতনার পথে কবিতা ;'...